ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্য-ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল আসছে ৮ জানুয়ারি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
যুক্তরাজ্য-ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল আসছে ৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম

ঢাকা: যুক্তরাজ্য-ভিত্তিক ব্যবসায়ী সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) ১৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আগামী ৮ থেকে ১০ জানুয়ারি বাংলাদেশ সফর করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

মঙ্গলবার (২৪  ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র জানান, যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই  এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ করা।

প্রতিনিধিরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে এনআরবি ব্যাংকিং, অবকাঠামো উন্নয়ন, সরকারের প্রবর্তিত বাণিজ্য নীতি, সুশাসন, পোশাক খাত, ই-কমার্স এবং বাজার গবেষণাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।