ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে পণ্যবাহী নৌযানের কর্মবিরতি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
বরিশালে পণ্যবাহী নৌযানের কর্মবিরতি চলছে

বরিশাল: চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যার ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বরিশালে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কীর্তনখোলা নদীর অপর তীরে তেলবাহী এবং অনান্য পণ্য নিয়ে আসা জাহাজ নোঙ্গর করে আছে।

জাহাগুলো খেবে কোনো পণ্য খালাস করা হচ্ছে না।

ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার (২৮ ডিসেম্বর) বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশন এবং লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসেম মাস্টার এ তথ্য জানান।  

তিনি বলেন, আগে থেকেই শ্রমিকদের নিরাপত্তাসহ নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবি করে আসছিল।

দুই দিন ধরে ধর্মঘট চলায় পণ্য নিয়ে এসে খলাস করতে না পেরে ভোগান্তিতে আছেন কার্গো শ্রমিকরা। তারা বলেন, ধর্মঘটের কারণে মালিকরা তাদের বেতন দিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।