ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
লক্ষ্মীপুরে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ  সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খালেদ মোহাম্মদ আলী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে একটি খামারের প্রায় ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।  

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে খালেদ মোহাম্মদ আলী নামে এক খামারি এ অভিযোগ করেন।

প্রতিবেশী ফখর উদ্দিনসহ তার ছেলে-ভাতিজা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানিয়েছেন খালেদ।

খালেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ছাইদুল হক মাস্টারের ছেলে ও খালেদ অ্যাগ্রো ফিশারিজের মালিক। অভিযুক্ত ফখর একই গ্রামের জবি উল্যার ছেলে।  

লিখিত বক্তব্যে খালেদ বলেন, ২০২৩ সালের ২৬ এপ্রিল রাতে আমার প্রজেক্ট থেকে মাছ চুরি করে ফখর। তখন তাকে জাল ও মাছসহ আটক করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করা হয়েছিল। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একাধিকবার ফখর আমার ক্ষতির চেষ্টা করে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফখর তার ছেলে ও ভাতিজাসহ লোকজন নিয়ে আমার ফিশারিতে প্রবেশ করে পুকুরে বিষ ঢেলে মাছ শিকার করে। এতে আমার প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।  

এ ব্যাপারে ফখরের ভাই মাঈন উদ্দিন বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মূলত খালেদরাই তাদের পুকুর থেকে পানি সেচ করে মাছ শিকার করেছে।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাব্বত বলেন, ঘটনাটি আমি ফখরকে জিজ্ঞেস করেছি। মাঝে মধ্যে বরশি দিয়ে মাছ শিকার করতেন বলে জানিয়েছেন। তবে বিষ প্রয়োগের বিষয়টি ফখর অস্বীকার করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।