ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাংনী প্রেসক্লাবের সভাপতি কানন, সাধারণ সম্পাদক মিয়াদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯ পিএম, ডিসেম্বর ২৯, ২০২৪
গাংনী প্রেসক্লাবের সভাপতি কানন, সাধারণ সম্পাদক মিয়াদুল বাঁয়ে কানন, ডানে মিয়াদুল

মেহেরপুর: গাংনী উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ বছরের জন্য নতুন কমিটি হয়েছে। এতে বাংলানিউজের মেহেরপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জুলফিকার আলী কানন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সস্পাদক নির্বাচিত হয়েছেন মিয়াদুল ইসলাম।
 
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে মাসুদ পারভেজ ও লিটন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম রাসেল, দফতর সম্পাদক এজাজ উদ্দিন ছোটন, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রকি, নির্বাহী সদস্য এমএ লিংকন, এমএন পাভেল, আমিরুল ইসলাম অল্ডাম, সাহাজুল ইসলাম সাজু। সদস্য হলেন বদরুজ্জামান।

ছয়জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে- এরা হলেন, আক্তারুজ্জামান, সাঈদ হাসান, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম, ফিরোজ আহমেদ পলাশ ও মাহাবুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই


 

বাংলাদেশ সময়: ১২:৩৯ পিএম, ডিসেম্বর ২৯, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।