ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

চাঞ্চল্যকর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
চাঞ্চল্যকর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি মো. জিতু

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকায় চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি মো. জিতুকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, রাজধানীর যাত্রবাড়ী এলাকার বাসিন্দা মো. মাহাবুব দিনমজুরি করে তার জীবিকা নির্বাহ করতেন। গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে মাহাবুব কাজের জন্য বাসা থেকে বের হন। এরপর এক বন্ধুর সঙ্গে কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যান তিনি। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি মো. জিতু পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে মাহাবুবকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এরপর জিতুসহ অপর আসামিরা গুম করার উদ্দেশ্যে মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ফেলে পালিয়ে যায়।  

পরে মাহাবুবের পরিবার খবর পেয়ে সেখানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পায়। এই ঘটনায় মাহাবুবের ভাই মো. ফজর আলী বাদী হয়ে কদমতলী থানায় জিতুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিষয় জানতে পেরে শাহাব উদ্দিনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান।  

র‍্যাব-১০ এর এএসপি তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ওই হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন। আসামি জিতুকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।