নাটোর: নাটোরে পৃথক দুই ঘটনায় এক বৃদ্ধ নারী ও সবজি বিক্রেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগাতিপাড়া উপজেলায় সোনাপুর হিজলী গ্রামে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৫৮) ও গুরুদাসপুর উপজেলার খাঁকড়াদহ গ্রামের পুকুরের পানিতে ডুবে জমেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে এ দুঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেনের বাড়ি নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া খামারপাড়া এলাকায় এবং নিহত জমেলা বেগম গুরুদাসপুর উপজেলার ওই গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করেন।
বাগাতিপাড়া ওসি মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ইসমাইল হোসেন পেশায় একজন সবজি ব্যবসায়ী। তিনি আজ সকালে পাইকারী দরে সবজি কেনার উদ্দেশ্যে মোটরসাইকের নিয়ে দয়ারামপুর বাজারে যাচ্ছিলেন। পথে সোনাপুর হিজলী গ্রামে পৌঁছালে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মারাত্মক জখম হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বাংলানিউজকে জানান, বৃদ্ধ নারী জমেলা বেগম দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বিছানাতেই প্রসাব-পায়খানা করতেন তিনি। সোমবার সকালে সবার অগচরে নিজের বিছানার কাপর পরিষ্কার করতে বাড়ির পাশের একটি পুকুরে যান। কিন্তু পুকুর থেকে আর বাড়ি ফিরেন না।
এ অবস্থায় পরিবারের লোকজন জমেলাকে বাড়িতে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার স্বাভাবিক মৃত্যু হওয়ায় ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এএটি