নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও।
শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে পাশের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে সঙ্গেই মাইজদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশপাশের বিভিন্ন উপজেলায় আরও ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধা ঘণ্টা পর হঠাৎ হকার্স মার্কেট সংলগ্ন নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা বোঝা যায়নি।
স্থানীয়দের দাবি ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, এখন পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত ১২ জন দোকান মালিকের নাম পেয়েছি। এর সংখ্যা আরও বাড়তে পারে। পুড়ে যাওয়া দোকানের প্রকৃত তথ্য ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আরএ