ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

দিন দুপুরে ব্যাংক কর্মকর্তা-স্কুলশিক্ষকের বাসায় চুরি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জানুয়ারি ১২, ২০২৫
দিন দুপুরে ব্যাংক কর্মকর্তা-স্কুলশিক্ষকের বাসায় চুরি

বরিশাল: বরিশালের গৌরনদীতে দরজার লক ভেঙে দিন দুপুরে ব্যাংক কর্মকর্তা ও স্কুলশিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলা গেটের পূবালী ব্যাংক সংলগ্ন দুইটি বাসায়।

রোববার (১২ জানুয়ারি) সকালে পূবালী ব্যাংক গৌরনদী শাখার ক্যাশিয়ার জিহাদ আল মামুন জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল শহরে যাই। বিকেলে বাসায় এসে দেখি দরজার লক ভেঙে চোরেরা বাসায় ঢুকে সব তছনছ করে রেখেছে। তার বাসা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ৬৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে স্কুলশিক্ষিকা তানজিন হাসান মুনিরের বাসায় একইভাবে দরজার লক ভেঙে বাসায় ঢুকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।