ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাসড়কে পার্ক: অপসারণের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
মহাসড়কে পার্ক: অপসারণের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: বরিশাল নগরের চৌমাথা এলাকা সংলগ্ন মহাসড়কের ভূমি থেকে অপরিকল্পিত, অবৈধ এবং চরম জনদুর্ভোগ সৃষ্টিকারী পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বরিশাল নগরের চৌমাথা এলাকা সংলগ্ন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মায়ের নামে করা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের সামনেই এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল ও সচেতন নগরবাসী।



মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে দিন দিন যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের প্রশস্ততা কম থাকায় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়। অথচ মহাসড়কের জায়গা দখল করে অপরিকল্পিতভাবে বরিশালের প্রাণকেন্দ্র চৌমাথা এলাকায় একটি পার্ক তৈরি করেছে। আর এই অবৈধ পার্কের ফলে মহাসড়কের এই অংশের রাস্তা সরু হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আবার মহাসড়কের যানজটের কারণে নগরের সড়কেও যানজট হচ্ছে, এককথায় পার্কটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এখানে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। আমরা চাই অচিরেই এই পার্ক এখান থেকে অপসারণ করা হোক।

বক্তারা আরও বলেন, নগর উন্নয়ন হতেই হবে, তবে তা অবশ্যই পরিকল্পিত। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার নিজের খেয়াল খুশি মতো এই শহরে যা খুশি তাই করেছে। নাগরিকদের কথা ভাবেনি। তাই আজ আমরা নাগরিকদের কথা ভেবে বাধ্য হয়েই এই পার্ক অপসারণের দাবি তুলেছি।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওয়াহিদুর রহমান, মিসরাত মায়া, স্থানীয় বাসিন্দা ওমর ফারুক দুলালসহ প্রমুখ।

এদিকে সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমূল ইসলাম জানিয়েছেন, তাদের আওতাধীন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ বরিশাল নগরের মধ্য দিয়ে গেছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের এ মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ প্রকল্পে নগরীর অংশও রয়েছে। সেই ব্যস্ততম মহাসড়কের অর্ধেক দখল করে পার্ক নির্মিত হয়েছিল। সেটি অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পর দ্রুত পার্কটি অপসারণের মাধ্যমে রাস্তা সচল করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।