রংপুর: রংপুরের মিঠাপুকুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার জায়গীর হাট এলাকায় ও দুপুরে বকশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আনোয়ারা বেগম (৬২)। তিনি রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বকশি এলাকার মোসলেম উদ্দিন মুন্সির স্ত্রী। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মিঠাপুকুরের বকশি এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় পথচারী আনোয়ারা বেগমের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে এদিন ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আরবিএস ট্রাভেলস, রানী পরিবহন ও অপু পরিবহনসহ যাত্রীবাহী আরেকটি বাস মিঠাপুকুরের জায়গীর মহাসড়কে (চায়না কোম্পানি সংলগ্ন এলাকা) পৌঁছালে ঘন কুয়াশা কারণে একে একে চারটি বাসের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসআরএস