ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষক সমাবেশে বক্তারা

শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণির বেতন পাবেন? 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণির বেতন পাবেন?  কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: চাকরির বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেড করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা বলছেন, নিজেদের মর্যাদার লড়াইয়ে শিক্ষাঙ্গন ছেড়ে তারা রাজপথে নেমে এসেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা জড়ো হন।  

সকাল ১১টায় তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশ উপস্থিত সব শিক্ষক শপথবাক্য পাঠ করেন।

শপথবাক্য পাঠ করেন ফরিদপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল।  

শপথে তিনি বলেন, আমি শপথ করছি যে, শিক্ষার্থীদের উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করব। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নে ১০ম গ্রেড বাস্তবায়নের যেকোনো আন্দোলন সংগ্রামের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারও সাথে আপস করব না।  

সমাবেশে শিক্ষকরা বলেন, ১০ম গ্রেড চেয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু এখনো তাদের কোনো সুরাহা হয়নি।  

বরগুনার ড. এম কে মজমদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা যে কারিকুলামে পড়াই, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই একই কারিকুলামে একই শিক্ষাগত যোগ্যতায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে নিয়োগ হয়। তারা ১০ম গ্রেডে বেতন পান, কিন্তু আমরা ১৩তম গ্রেডে বেতন পাই।  

পাবনার চাকলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান বলেন, আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। ১৯৭১ সালের পর ২০২৪ সালে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে, আমরা তার ধারাবাহিকতায় বৈষোম্যের অবসান চাই।  

তিনি বলেন, আমরা শুনেছি একটি কনসালটেন্ট কমিটি হয়েছে। তারা প্রাথমিকে শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরি করতে চায় বলে শুনেছি। আমরা তাদের বলব, আপনারা এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রাথমিকের সহকারী নিয়োগ ১০ম গ্রেড করুন।

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা জেলার শিক্ষক এম এ মান্নান।  

২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১৪ ও গ্রেড-১৫ ‘গ্রেড-১৩’ নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তখনও শিক্ষকদের দাবি ছিল, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের যথাক্রমে গ্রেড-১১ ও গ্রেড-১০ দেওয়ার।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।