ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
ডেমরায় ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

ঢাকা: রাজধানীর ডেমরা রোডে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। তার নাম হৃদয় (৩০) বলে জানা গেছে।

আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, সকালে খবর আসে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে রাসেল ব্রিজের ওপর একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেখানে গিয়ে জানা যায়, নরসিংদীগামী এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ডভ্যান দাঁড় করানো ছিল। ঘন কুয়াশার কারণে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান সেটিতে ধাক্কা দেয়। এতে রশিদ এ্যাগ্রোর কাভার্ডভ্যানের চালক হৃদয় নিহত হন। তার হেলপার এবং অপর গাড়িটির চালক ও হেলপার আহত হন। আহতরা হলেন নাজমুল (৪৫), বাবু (২৩) ও শারফিন (৬০)।

তিনি আরও জানান, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। হতাহতদের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।