ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, জানুয়ারি ২৬, ২০২৫
মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩ জব্দ করা চাল ও ডালের বস্তা/ছবি: সংগৃহীত

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৮০ বস্তা চাল-ডালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 আটককৃতরা হলেন, পৌর এলাকার চরবউলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০) ।  

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল-ডাল পাচারের জন্য একটি ঘরে মধ্যে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে, এমন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে তেঘরিয়া এলাকায় মৃত বাবর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০ বস্তা চাল-ডালসহ তিনজনকে করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।