ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ডিবি পরিচয়ে একজনকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
শরীয়তপুরে ডিবি পরিচয়ে একজনকে হত্যার অভিযোগ প্রতীকী ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় মিলন বেপারী (৫৫) নামে একজনকে ডিবি পরিচয়ে মারধরের পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার রেললাইনের পাশে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকার মিলন বেপারীর বাড়িতে ডিবি পরিচয় কিছু লোক প্রবেশ করে। মিলনকে কিছু লোকের নাম জিজ্ঞেস করলে, তিনি তাদের চিনেন না বলে জানান। একপর্যায়ে ওই লোকেরা মিলনকে থাপ্পড় মারলে তিনি ঘটনাস্থলে মারা যান।

নিহতের শ্যালক নিলয় পারভেজ লিটন জানান, ডিবি পরিচয়ে এসে তার দুলাভাইয়ের কাছ থেকে কিছু লোকের নাম জিজ্ঞেস করলে তিনি লোকগুলোকে চেনেন না বলে জানান। এতে ওই লোকগুলো ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে চলে যায়। তবে তারা ডিবি না, ডাকাত সেটা তারা চিনতে পারেন নাই। তারা মিলনকে মেরে অন্য বাসায় চলে যায়। তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন।

জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, মিলন বেপারী শ্বাসকষ্টের রোগী ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।