পঞ্চগড়: গত তিন দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর খানিকটা বেড়েছে তাপমাত্রা। তবে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ।
একইসঙ্গে অনুভূত হচ্ছে কনকনে শীত। এতে বিপাকে পড়েছে মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়া অফিস বলছে, তিন দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকলেও সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গত শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর রোববার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সোমবার সকালে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। বাইরে খুব বেশি মানুষ বের হচ্ছেন না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। একইসঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে কনকনে শীতের অনুভূতি। জানুয়ারির বাকি সময়েও তাপমাত্রা এমন থাকতে পারে।
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএইচ