গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভাওয়াল রেঞ্জের বনভূমিতে অবৈধ ৩০টি স্থাপনা উচ্ছেদ করে ৩ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দিনব্যাপী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে এ বনভূমি উদ্ধার করা হয়।
সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হক জানান, গাজীপুরের জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। যেখানে অবৈধভাবে নির্মিত দ্বিতীয় তলা ভবন, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।
অভিযানকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, বন বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মো. মাসুদ রানাসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫।
আরএস/জেএইচ