ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

পুরস্কার গ্রহণ করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
পুরস্কার গ্রহণ করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা

ঢাকা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন পুরস্কার প্রাপ্তগুণীজনরা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন।

কবিতায় পুরস্কারপ্রাপ্ত মাসুদ খানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শামীম আরা খান বিথি, নাটক ও নাট্যসাহিত্যে গ্রহণ করেন শুভাশিস সিনহা গদ্য/প্রবন্ধে সলিমুল্লাহ খান অনুবাদে জি এইচ হাবীব গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

এর আগে বাংলা একাডেমি ১০ জনের নাম ঘোষণা করে। পরে সমালোচনার মুখে বাদ পড়েন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।