টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একজন ও বিকেলে একই এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।
তিনি হলেন-বগুড়া জেলার ধলদ উপজেলার বিষ্ণপুর গ্রামের সামাদ শেখের মেয়ে তাসলিমা খাতুন (২৪)। এ ঘটনায় মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আনালিয়াবাড়ি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরের দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে বিকেল চারটার দিকে তাসলিমা তার তার দুলাভাই আবুল কালাম আজাদের সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তাসলিমা ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, মানসিক ভারসাম্য হওয়ায় নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাসলিমার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
জেএইচ