ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ড্রোন ভেঙে পড়ে বিশ্ব ইজতেমায় আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
ড্রোন ভেঙে পড়ে বিশ্ব ইজতেমায় আতঙ্ক

গাজীপুর: তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।  

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও মুসল্লিরা জানায়, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ১১ মিনিটে। আখেরি মোনাজাত চলাকালীন ইজতেমার ময়দানে টিনের চালের উপর চলন্ত একটি ড্রোন পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়। পরে আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।  

গাজীপুরের খিত্তায় অবস্থান করা নাজিম উদ্দিন নামে এক মুসল্লি জানান, উপর থেকে একটি শব্দ হয়। এ সময় তাবলিগ জামাতের লোকজন আতঙ্কে ছোটাছুটি করে। তাদের দেখা দেখি অন্যান্য লোকও ছোটাছুটি শুরু করে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, উপর থেকে চলন্ত একটি ড্রোন টিনের চালে পড়ে গেলে শব্দ হয়। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এতে কমপক্ষে ৪০ জন মুসল্লি আহত হয়েছে। তাদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি নেই। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।