ঢাকা: দাবি আদায়ে দিনব্যাপী মিরপুর সড়কে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাধার মুখে পড়েছেন গণঅভ্যুত্থানে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার দিনভর শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন অভ্যুত্থানে আহতরা। ফলে সড়কটির সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন ওই রুটে চলাচলকারীরা।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সাড়ে ৭টার পর হোটেল ইন্টার কন্টিনেন্টালারের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
এর আগে, একই দাবিতে (সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি) গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতেন থাকেন আহতরা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমএমআই/এসএএইচ