গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে দ্বিতীয় পর্বে চার মুসল্লির মৃত্যু হলো।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তারা মারা যান। ইজতেমা ময়দানে মারা যাওয়া দুজন হলেন—সিরাজগঞ্জের কামারখন্দ থানার শাহবাজপুর এলাকার সুজাবত আলী সরকার (৭৫) ও জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী এলাকার সামসুল আলম (৬০)।
এর আগে সোমবার রাত ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকার আমীর হোসেন (৬৫) এবং সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানার রংপুর এলাকার সাইফুল ইসলাম (৪৮) মারা যান।
তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে এসে তাবলিগ জামাতের আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সুজাবত আলী সরকার এবং রাত ২টার দিকে সামসুল আলম ইজতেমা ময়দানে মারা যান। এর আগে সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম এবং রাত ১১টার দিকে আমির হোসেন মারা যান।
ইজতেমা মাঠে মৃত চারজন তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী ছিলেন। এরআগে প্রথম পর্বে অংশ নিতে এসে তাবলিগ জামাতের ৫ মুসল্লির মৃত্যু হয়।
সোমবার বাদ যোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরএস/এমজেএফ