সাভার (ঢাকা): সাভারে সেনাবাহিনীর পরিচয়ে মাইক্রোবাস ভাড়া করতে এসে জনতার হাতে আটক হয়েছেন মো. শহিদুল ইসলাম (মামুন) ও মো. সাইফ ইসলাম নামের দুই প্রতারক। পরে তাদের আসল সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে আটক দুই প্রতারককে সাভার মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া আইডিকার্ড জব্দ করা হয়েছে।
আটকরা হলেন-কুষ্টিয়া জেলার কুমারখালি থানার দমদম গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (মামুন)। তিনি আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় বসবাস করতেন। অপরজন হলেন সাভারের হেমায়েতপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইফ ইসলাম।
স্থানীয়রা জানায়, আটক দুই ব্যক্তি সাভারের হেমায়েতপুররর তালতলা গ্রামে সেনাবাহিনীর পরিচয় দিয়ে মাইক্রোবাস ভাড়া করতে আসেন। তাদের আচরণে সন্দেহ হলে এলাকার লোকজন তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিলে তাদের আইডি কার্ড দেখতে চান। এ সময় তারা ভুয়া আইডি কার্ড প্রদর্শন করেন। ভুয়া আইডি কার্ড শনাক্ত করে স্থানীয়রা হেমায়েতপুর চামড়া শিল্প নগরী ক্যাম্পে তাদের সোপর্দ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের থানায় হস্তান্তর করেন।
তারা মাইক্রোবাস ভাড়া করার নামে ছিনতাই করতে এসেছিলেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া দুই প্রতারককে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজ (বুধবার) সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান জুয়েল মিয়া।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এসআইএস