সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার ১০ দিন পর একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আয়নাল হোসেন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার শের নগর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে লুকেন মণ্ডল নামে এক ব্যক্তি নৌকা নিয়ে পুকুরে কচুরিপানা কাটতে গিয়ে আয়নালের মরদেহ দেখতে পান। এরপর পুলিশ ও তার স্বজনদের খবর দেয় এলাকাবাসী।
নিহতের ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাইয়ের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের কিছুদিন ধরে ঝামেলা চলছিল। সম্প্রতি তাকে শ্বশুরবাড়ির লোকজন ধরে মারধরও করেছে। ১০ দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। কোথাও খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হাসান বলেন, পুকুরে মরদেহ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশের পরিচয় মিলেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
আরএ