ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার যুবলীগ নেতাসহ ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার যুবলীগ নেতাসহ ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন মামলায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন উর রশীদসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হারুন অর রশিদ, মো. জুয়েল রানা (৩৬), মো. আবু মুছা (৩৮), লিটন (৩২), মাহাবুব হাসান (৩৮), মো. কামাল উদ্দিন (৫০), রাসেল (২৪), খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪) ও আলামিন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।