ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত মিজানুর রহমান শাহিন

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

শাহিন কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।

বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়। সোমবার সকালে কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন শাহিন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কে ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী শাহিন গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।