লালমনিরহাট: দেশের উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ উন্নয়ন বিষয়ক ১২ কর্মসূচি নেওয়া ও বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এ স্মারকলিপি দেন স্থানীয় সামাজিক সংগঠন ‘অতিক্রম’র সদস্যরা।
আবেদনটি জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার হাতে তুলে দেন সংগঠনটির আহ্বায়ক কবি হেলাল হোসেন কবির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রাশেদ, মুহিন রায়, উপদেষ্টা আবদুর রব সুজন।
অতিক্রমের সদস্যরা স্মারকলিপিতে উল্লেখ করেন, পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনা, অর্থনীতিক অঞ্চল, বিমানবন্দর চালু, রংপুর-লালমনিরহাট-বুড়িমারী চার লেন সড়ক, তিস্তা নদীর ওপর ডুয়েল গেজ রেলসেতু, মোগলহাট স্থলবন্দর চালু, মেডিকেল কলেজ, আইটি পার্ক, বগুড়া সিরাজগঞ্জ নতুন রেললাইন, বেকার যুবকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা, ধরলা নদী শাসন ও কৃষকদের জন্য সরকারি কৃষি বাজার চালুর দাবিতে প্রকল্পের যৌক্তিক আলোচনা করা হয়।
অতিক্রমের আহ্বায়ক কবি হেলাল হোসেন কবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছি। উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য দূর হবে কবে, জানা নেই, এখানের মানুষের দুঃখ দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা দাবির বাস্তবায়ন চাই।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআরএস