ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পিকনিকের বাসচাপায় নিহত এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বগুড়ায় পিকনিকের বাসচাপায় নিহত এক প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় পিকনিকের বাসের চাপায় আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের বাসিন্দা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশহীতে পিকনিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান।

দুঘর্টনার পরপরই হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করলে চালক ও তার সহকারী ওমরপুর নামকস্থানে বাস থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দিয়ে বাসটি আটক করে।

ওসি আরও বলেন, নিহত আবুল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।