লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সেলিমকে
চেকের ২৭টি মামলার ১৪টি ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার সামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সওকত হোসেনের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, টাকা লেনদেন করে টাকা পরিশোধ না করায় ২৭ জন ব্যক্তি পাওনা আদায় করতে বিএনপি নেতা সামসুজ্জামান সেলিমের নামে আদালতে মামলা দায়ের করেন। যার মধ্যে তিনটি মামলার সাজাও দেন আদালত। এসব মামলায় ১২টি সাধারণ ওয়ারেন্ট এবং তিনটি সাজা ওয়ারেন্টসহ ১৪টি ওয়ারেন্ট জারি করেন আদালত। আদালতের তথ্য মতে এখন পর্যন্ত তার পাওনা রয়েছে প্রায় এক কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা। এ মামলার রায়ে গ্রেপ্তার ও পাওনাদারদের চাপে পলাতক ছিলেন বিএনপি নেতা সামসুজ্জামান সেলিম। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল অভিযান চালিয়ে শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেপ্তার সামসুজ্জামান সেলিমের বিরুদ্ধে ২৭টি অর্থ কেলেঙ্কারি মামলা রয়েছে আদালতে। যার মধ্যে ১১টি সাধারণ ওয়ারেন্ট এবং তিনটি সাজা ওয়ারেন্ট। দীর্ঘদিন পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরএ