ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
গাজীপুরে বাসচাপায় নারী নিহত ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম (৫৫) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মজলিশপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মনোয়ারা বেগম। এ সময় দ্রুতগতির একটি মিনিবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের স্বজনরা তার মরদেহ নিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।