ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: মেহেরপুরে গ্রেপ্তার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ডেভিল হান্ট: মেহেরপুরে গ্রেপ্তার ৯ প্রতীকী ছবি

মেহেরপুর: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ১২ ঘণ্টা মেহেরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের নয় নেতা-কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের মধ্যে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ও গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে মুজিবনগর থানায় পাঁচ, গাংনী থানায় তিন ও সদর থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন ও মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।  

আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন ও যুবলীগের নেতা আব্দুর রশিদের নামে চাঁদাবাজি ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আক্তার খানম এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের দুপুরে আদালতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।