ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তিতে দিনেদুপুরে গুলি, আহত তরুণ হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
কড়াইল বস্তিতে দিনেদুপুরে গুলি, আহত তরুণ হাসপাতালে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে মো. হোসেন আলী (২৮) নামে এক তরুণ গুলিতে আহত হয়েছেন। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এই গুলির ঘটনা ঘটে বলে জানান তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় হোসেনকে তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে আহত হোসেন আলী জানান, তার বাসা বনানীর কড়াইল বস্তির কুমিল্লা পট্টি এলাকায়। তিনি ওই এলাকার একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানে কাজ করেন।

বন্ধু এরশাদের কাছ থেকে বেশ কদিন আগে দুই হাজার টাকা ধার নেন হোসেন। এক হাজার টাকা পরিশোধ করলেও আরও এক হাজার পরে দেবেন বলে বন্ধুকে জানান।  

হোসেনের অভিযোগ, আজ এরশাদ ও তার ভাই খোকা দুজন আমার বাসায় আসেন টাকার জন্য। তাদের বাসার পিছনে নিয়ে যাই এবং টাকা পরে দেব বলে জানাই। তর্কাতর্কির এক পর্যায়ে খোকা আমার পেটে গুলি করে পালিয়ে যান। পরে স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুরে বনানী থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে একটি গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ