রংপুর: জাগো বাহে তিস্তা বাঁচাই- স্লোগানে রংপুরের তিস্তাপাড় মুখরিত হয়ে উঠেছে। দলমত নির্বিশেষে মানুষজন যোগ দিচ্ছেন।
এ আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে তিস্তাপাড়ে আসছেন বিএনপির শীর্ষ ১৪ নেতা। তারা বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন। এর মধ্যে লালমনিরহাটের দুই পয়েন্টে থাকবেন ও বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বক্তব্য দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুরও থাকার কথা রয়েছে।
এছাড়াও কুড়িগ্রামের উলিপুরের থেতরাই পয়েন্টে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজারহাটের সরিষাবাড়ি ঘড়িয়ালডাঙ্গা পয়েন্টে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ পয়েন্টে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নীলফামারীর ডিমলা তিস্তা ব্যারেজ পশ্চিমপাড় ও লালমনিরহাটের হাতিবান্ধার তিস্তা ব্যারেজ পূর্বপাড়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।
এরই মধ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া উপজেলার তিস্তা রেল সেতু এলাকার পয়েন্টে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমম্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা স্বাগত জানান।
এদিকে কর্মসূচি ঘিরে রংপুরসহ এ অঞ্চলের ৫ জেলার মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, তিস্তার পানির দাবি ও মহাপরিকল্পনা ছাড়া তারা পরিত্রাণ পাবে না। এ কর্মসূচি সফল করে সরকারের কাছে তাদের দাবির গুরুত্ব তুলে ধরাই এখন মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আরএ