ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় ওজেল উইচ স্কুলের ১১২ জন ছাত্র-ছাত্রী তাদের পাঠ্যক্রমের (শিক্ষা ভ্রমণ) অংশ হিসেবে আঙ্কাকারার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা দূতাবাসে বই পরিদর্শন করে।
তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত আমানুল হক তাদের বাংলাদেশ ও দূতাবাস সম্পর্কে অবহিত করেন এবং পরবর্তীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দূতাবাসের বিভিন্ন অংশ এবং কাজ সম্পর্কে ধারণা দেন। সর্বশেষ রাষ্ট্রদূত উপস্থিত ছাত্র-ছাত্রীদের স্মারক উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, কাউন্সেলর ড. মোহাম্মদ শাহনুর আলম, প্রথম সচিব মো. শফিক উদ্দীন এবং দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো. রফিকুল ইসলাম।
স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে এবং বাংলাদেশ সম্পর্কে জেনে খুবই আনন্দিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা ফেব্রুয়ারি ১৯, ২০২৫
টিআর/আরআইএস