ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে আ.লীগ নেতা মিফতার গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
সিলেটে আ.লীগ নেতা মিফতার গ্রেপ্তার নজরুল ইসলাম মিফতার

সিলেট: চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিফতার উপজেলার মাইজগাঁও ইউনিয়নের শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।