ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে দোকানপাটে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বাড়তি দুই ইউনিট ফিরিয়ে আনা হয়।
রাতে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিন ইউনিট কাজ করলেও পরে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, তালতলা মার্কেটের পাশে স মিলের (করাতকল) সঙ্গে গাড়ির গ্যারেজেও (ওয়ার্কশপ) আগুন লাগে। পরে কয়েকটি বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।
জানা যায়, স-মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এর আগে পুলিশ জানিয়েছিল, একটি ওয়ার্কশপসহ মোট নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ওয়ার্কশপ আটটি। সবশেষ নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও হতাহত রয়েছেন কি না, তা জানায়নি ফায়ার সার্ভিস।
বিস্ফোরণ ঘটলে আশেপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগও পেতে হয়। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এজেডএস/আরএইচ