ঢাকা: ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন করেছে।
দিবসের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসটি পালনের আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইতালিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতা, প্রবাসী বিশিষ্ট ব্যক্তি ও বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে দূতাবাসের সম্মেলনকক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে ইতালিতে ইউনেস্কো জাতীয় কমিশনের প্রতিনিধি ইউনেস্কোর মহাসচিবের বাণী পাঠ করেন। সাংস্কৃতিক পর্বে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীরা দলগতভাবে অমর একুশের গানসহ বিভিন্ন ভাষার সংগীত পরিবেশন করেন।
ইতালিতে ইউনেস্কো জাতীয় কমিশনের প্রতিনিধি অ্যাঞ্জেলিকা ফেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বক্তব্য দেন। ইতালির বিখ্যাত সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মারা মার্থা একুশে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
অমর একুশের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও স্থানীয় কমিউনিটির নেতারা বাংলাদেশের বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপকে স্বাগত জানান এবং বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে রাষ্ট্রদূত রকিবুল হকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামে অমর একুশের চেতনার ওপর আলোকপাত করেন এবং বিশ্বায়নের যুগে মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি সব ভাষাভাষী মানুষের নিজ মাতৃভাষাতে কথা বলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, বাংলাদেশ দূতাবাস ইতালিতে বাংলা ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে এবং প্রবাসীদের মাঝে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে।
তার বক্তব্যে বাংলাদেশ-ইতালি চমৎকার সম্পর্ককে আরও গভীর করার উপায় হিসেবে সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্ব উঠে আসে। উপস্থিত সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এদিন রোমে অবস্থিত আইজাক রবিন পার্কে স্থাপিত স্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। ভোরে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
টিআর/আরএইচ