ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বাঁচল অটোরিকশাসহ যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বাঁচল অটোরিকশাসহ যাত্রীরা দুঘটাস্থল ও ট্রেনচালক এনায়েত হোসেন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় রক্ষা পেয়েছে একটি অটোরিকশাসহ তার যাত্রীরা। কাউতলী রেলসতুর কাছাকাছি একটি অবৈধ লেভেল ক্রসিংয়ের সামনে ঘটা এ ঘটনাটি ইতোমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

প্রশংসার জোয়ারে ভাসছেন ট্রেনটির চালক শাহ মো. এনায়েত হোসেন খান।  

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ একটি অটোরিকশা আটকে যায়। এসময় ট্রেনের চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদের রক্ষা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে অবৈধ লেভেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটকে যায়। চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী রক্ষা পান।

ট্রেনের চালক এনায়েত হোসেন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেনটি থেমে যায়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।