ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বরকত উল্লাহ বুলুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বরকত উল্লাহ বুলুর

বাগেরহাট: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ড. ইউনুস আপনাকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে। আমরাও আপনাকে শ্রদ্ধা করি।

অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এজন্য কবে নির্বাচন হবে, কীভাবে নির্বাচন হবে তার রোডম্যাপ ঘোষণা করবেন। আপনার কোন উপদেষ্টা কি বলে, সেদিকে বিভ্রান্ত হয়ে আপনার বিবেক ও সম্মান নষ্ট করবেন না। ’

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ.) দরগা মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি গণ মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় মানুষের পাশে ছিলেন। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব নেতা-কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্ববান জানাই।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দীপু, কামরুল ইসলাম গোড়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।