ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

দুই টাকায় হাসি ফোটাচ্ছেন যারা

এম রবিউল ইসলাম রবি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
দুই টাকায় হাসি ফোটাচ্ছেন যারা দুই টাকায় হাসি প্রকল্পের অধীনে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করছে ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন

ঝিনাইদহ: ‘দুই টাকায় হাসি’ নামে ব্যতিক্রমী এক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঝিনাইদহে। এতিম, ভবঘুরে, বৃদ্ধাশ্রমের বাসিন্দা, শ্রমজীবী মানুষসহ নানা সুবিধাবঞ্চিতদের মুখে একবেলা উন্নত মানের খাবার পরিবেশন করছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এজন্য তারা প্রতিজন খাদ্য গ্রহীতার কাছ থেকে নিচ্ছেন মাত্র দুই টাকা। এটিও নেয়া হচ্ছে মহৎ এক মানসিকতা থেকে। যিনি খাচ্ছেন তিনি যাতে বলতে পারেন যে তিনি খাবারটি কিনে খেয়েছেন। পাশাপাশি একটু ভালো খাবার খেতে পারায় তারমধ্যে একটা তৃপ্তির হাসি ফুটে উঠবে।

যেহেতু দুই টাকা নিয়ে একজনের মুখে খাবার তুলে দেয়া হচ্ছে সেহেতু এই প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘দুই টাকায় হাসি’। এটি ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি প্রতিষ্ঠানদ্বারা পরিচালিত।  

জেলা শহরের কাঞ্চননগরে সংগঠনের কার্যালয়। এর সাথে যুক্ত আছেন সমাজের বিভিন্ন পর্যায়ের মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ। যারা নিজেরাই অর্থ জমিয়ে দুই টাকায় হাসির জন্য তহবিল সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে তারা প্রতিমাসে একবার করে অসহায় মানুষের মুখে তুলে দেন উন্নত মানের খাবার।

সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, আর্তমানবতার সেবা করার উদ্দেশ্য নিয়ে ২০২০ সালের ১৫ মে যাত্রা শুরু করে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার পর পরই যখন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ২০২৪ সালের সেই সময়ে তারা অল্প অল্প করে সঞ্চয় করতে থাকেন। এক পর্যায়ে গঠিত তহবিল থেকে তারা সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করেন।  

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুই টাকায় হাসি প্রকল্পের ১৪তম পর্বে হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ সিদ্দিকীয়া এতিমখানার ৫০ এতিম শিশুকে খাওয়ানো হয়েছে সাদা ভাত, গরুর মাংস, ডাল ও দই।
 
দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক রাশেদ আহম্মেদ বলেন, এই কর্মসূচি সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর অন্যতম মাধ্যম। তিনি জানান, প্রতি মাসে একবার করে জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম, এতিমখানা, সুবিধাবঞ্চিত ভবঘুরে এবং শ্রমজীবী মানুষদের জন্য তারা এই খাবারের আয়োজন করেন। এর পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের ব্লাডও ডোনেট করেন তারা।  

সংগঠনের স্বেচ্ছাসেবক আবুল কালাম দুই টাকায় হাসি প্রকল্পের একজন অর্থ সহায়তাকারী। তিনি বলেন, কিছু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সংগঠনের যারা আছেন ভবিষ্যতে তারা আরও বড় কিছু করবে বলে বিশ্বাস করি।

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের স্লোগান ‘একতা মিলে করবো কাজ, গড়বো মোরা সোনালী সমাজ’। এটাকে উল্লেখ করে সভাপতি সাজিদ মাহমুদ বলেন, শুধু একটি স্বপ্নই পারে একটি সুন্দর আগামী গড়তে। বৃহত্তর পরিসরে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তবে, ক্ষুদ্র পরিসরেও যে কিছু মানুষের জন্য কাজ করা যায় তারই প্রতিফলন দুই টাকায় হাসি।
 
তিনি জানান, ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির বাইরেও তাদের সংগঠনে আরও দেড় শতাধিক সাধারণ সদস্য রয়েছেন। তারা সকলেই নিজ নিজ সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা দিয়ে অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করছেন।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।