বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মো. ইব্রাহিম (২৭) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম বগুড়া শাজাহানপুর উপজেলার মধ্য শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। পথে শেখপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাসে উঠলে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআরএস