ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে শিশুসহ দগ্ধ ৮

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
সিদ্ধিরগঞ্জে শিশুসহ দগ্ধ ৮

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন দুই পরিবারের শিশুসহ ৮ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নাম্বার চেয়ারম্যান অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।  

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এসময় দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। পরে ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ সবাইকেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।  

দগ্ধরা হলেন রিকশাচালক হান্নান (৫০), তার স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত (৪), মেয়ে সামিয়া (১১) ও ছেলে সাব্বির (১২)। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রী রুপালি (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া।  

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া লাকি আক্তারের ২২, জান্নাত ৩, সামিয়া ৭, সাব্বির ২৭, সোহাগ ৪০, রুপালি ৩৪ ও সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।

সোমবার (৩ মার্চ) ইনস্টিটিউটটির পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, শ্বাসনালি পুড়ে যাওয়ায় ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।