ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২১

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯), শান্ত  (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১),  রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮), ফারহান (২০),  ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯), সাব্বির (১৯) ও শাবনুর (২৭)। এছাড়া  রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকুসহ পেশাদার দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

সোমবার (০৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান,  রোববার (২ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।  

গ্রেপ্তাররা হলেন মো. তৈয়বুর মিয়া (২১) ও সানি আহমেদ সামির (২০)। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত রোববার (০২ মার্চ) রাত ৭ টা ৫০ মিনিটে বাড্ডা থানার উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তৈয়বুর ও সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তৈয়বুর ও সানি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বাড্ডা ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।