ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, মার্চ ৪, ২০২৫
সরিষাবাড়ীতে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।

নিহতের স্বজন হাবিব মিয়া বলেন, প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন বরকত আলী। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন।  

এসময় সেজদারত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।