ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মার্চ ৬, ২০২৫
ঝিনাইদহে অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঝিনাইদহে অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে শৈলকুপা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীনের নেতৃত্বে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


 
এসময় বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ভাটা দুটিকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
দুপুরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর রোডে কুমিড়াদহ এলাকার আমজাদ মোল্লার মেসার্স মোল্লা ব্রিকসকে ৪০ হাজার টাকা এবং সাইফুল ইসলামের মেসার্স দেশ ব্রিকসকে ৪০ হজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, শৈলকুপা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভাটা দুটিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চালু রাখলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। চলতি বছর ভাটা দুটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ০৬ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।