ঢাকা: সরকারের টার্গেট শিশুদের ভালোভাবে পড়তে-লিখতে শেখানো। এর মধ্যে যারা ভালো করবে তাদের সালাম দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর মিরপুরে পিটিআই অডিটোরিয়ামে ঢাকা মহানগরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের টার্গেট হলো শিশুরা পড়তে পারবে, লিখতে পারবে ও গণিত করতে পারবে। এটুকু মিনিমাম। এর চাইতে যারা ভালো করতে পারবেন, তাদের সালাম দেবো। প্রচার করবো ওই স্কুল খুব ভালো।
প্রধান শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষকদের নিয়ে বসে অ্যাসেসমেন্ট করেন যে, আপনারা কোন জায়গায় আছেন। কোন জায়গায় কত দিনে যেতে চান। টার্গেট ফিক্সড করেন। আরও ভালো করতে হলে কী করতে হবে, সমস্যা কোথায়, কার্যক্রম ঠিক করেন। প্রয়োজনে আমাদের সহযোগিতা চান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. আলী রেজা।
দুটি পর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সূত্রাপুর, গুলশান, সেনানিবাস, মিরপুর, মোহাম্মদপুর ও লালবাগ এবং দ্বিতীয় পর্বে কোতোয়ালি, ডেমরা, মতিঝিল, রমনা, তেজগাঁও এবং ধানমন্ডি থানার (শিক্ষা থানা) প্রধান শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এসকে/এমজে