ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

জাতীয়

লালপুরে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
লালপুরে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাটোর: নাটোরের লালপুরে মো. মোজাহার আলী (৪৫) নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তের ছোড়া গুলি লক্ষ্যবস্তুতে না লেগে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেটি জব্দ করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ অবস্থান করছে।

মোজাহার আলী ওই গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ঈশ্বরদী ইউনিয়নের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলি ছোড়ার কথা শুনেছেন। তবে খোঁজাখুঁজি করে কোথাও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। আদৌ গুলির ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত নন। তবে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কারা, কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি। তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশপাশি এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার পালিদাহ ঈদগাহ নিয়ে ইউপি সদস্য মোজাহার আলীর সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেলের দ্বন্দ্ব চলে আসছিল। গত রোববার (২ মার্চ) এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকেলে মোজাহার আলী বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার জন্য বের হচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে মোজাহার আলীর বাড়ির সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

এ সময় মোজাহার আলী মাটিতে শুয়ে পড়ে চিৎকার দেন। এতে স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এলে তারা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা একজনকে আটকের চেষ্টা করলে মোটরসাইকেল রেখেই পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

ওসি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কিংবা অন্য কোনো ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।