ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারী দিবস উপলক্ষে নড়াইলে সাংবাদিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মার্চ ৭, ২০২৫
নারী দিবস উপলক্ষে নড়াইলে সাংবাদিক সম্মেলন নারী দিবস উপলক্ষে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নড়াইল: ‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) দুপুরে নড়াইল প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা দাবি তুলে ধরা হয়।

আন্তর্জাতিক নারী দিবস কমিটি, দুর্বার নেটওয়ার্ক ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দফা দাবিনামা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল প্রতিনিধি কোহিনুর আক্তার।

দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো-সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে নারীর প্রতি যেকোনো প্রকার সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

সাংবাদিক সম্মেলনে নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এসএম আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ০৭ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।