যশোর: যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ক এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
শুক্রবার (০৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পেশীশক্তি প্রদর্শনপূর্বক প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে অসদাচারণের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে যশোর জেলার মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে’।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে’।
বুধবার (০৫ মার্চ) বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে শাহীন আলম নামে ইউএনও’র একজন কর্মচারীকে মারপিটের অভিযোগ ওঠে মোতাহারুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ০৭ মার্চ ২০২৫
এসএইচ