ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: সিরাজগঞ্জে একমাসে গ্রেপ্তার ৫২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
ডেভিল হান্ট: সিরাজগঞ্জে একমাসে গ্রেপ্তার ৫২

সিরাজগঞ্জ: দেশব্যাপী সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সিরাজগঞ্জে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (৮ মার্চ) সিরাজগঞ্জ জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) এর ডিআইও-২ মো. আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়। ৭ মার্চ পর্যন্ত জেলার ১২টি থানার মধ্যে ১০টি থানায় অভিযান চালিয়ে এই ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ উল্লাপাড়া থানায় ১৮, রায়গঞ্জ ও শাহজাদপুর থানায় ৬ জন করে, তাড়াশে ৫ জন, সিরাজগঞ্জ সদর থানায় ৪, কাজিপুর, কামারখন্দ ও বেলকুচি থানায় ৩ জন করে, সলঙ্গা ও এনায়েতপুর থানায় ২ জন করে গ্রেপ্তার হয়েছে।  

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের গ্রেপ্তারে আমরা নিয়মিত অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছি। এক মাসে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।