ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে দখলমুক্ত হলো সাবেক এমপির বাসা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে দখলমুক্ত হলো সাবেক এমপির বাসা  মানসিক ভারসাম্যহীনদের বের করে নেওয়া হচ্ছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখলমুক্ত করা হয়েছে।  

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালিবাড়ী এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বড়ইতলায় আগের বাসায় নিয়ে যাওয়া হয়।

রাত সাড়ে ৯টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এর আগে শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন ‘পাগল’ নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন।

স্থানীয়রা জানায়, এভাবে একজনের বাড়ি দখল করা কাম্য নয়। আমরা বিষয়টি থানা পুলিশকে অবগত করি। একই সঙ্গে আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।  

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই এসব পাগলদের খাবার দেওয়া হয়নি। তারা সারাদিন না খেয়েই দিনযাপন করেছে।
জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, আমাদের কাছে প্রথমে মিস্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবর-দখল করেছে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।

তিনি আরও বলেন, বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচারের দাবি করছি।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, ১৭ জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।